বাগেরহাটের মোংলায় পশুর ও মোংলা নদীর ত্রিমোহনা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার (১৩ এপ্রিল) দুপুরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।
নৌ-পুলিশ জানায়, মোহনার পানির ঘাট এলাকায় নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা প্রথমে বিষয়টি পুলিশকে জানায়। পরে মোংলা নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার বিষয়ে মোংলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. লুৎফুল কবির বলেন, “মরদেহটি উদ্ধার করে প্রাথমিক পর্যায়ে শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আঙুলের ছাপ নিয়েছে। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহের পরিচয় শনাক্তে জেলার প্রতিটি থানায় তথ্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে। এরপর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”