আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ। এই চরম অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছে সকল শ্রেণীর মানুষ। এই দলে আছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। রীতিমতো গর্জে উঠেছেন তিনি। ধর্ষককে জ্বালিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনকারীদের অনেকেই মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করেছেন। তা দেখেই রাজ ঘরণীর এমন আহ্বান। নিজের ইনস্টাগ্রামে লেখেন, একবার মোমবাতির জায়গায় ধর্ষককে জ্বালিয়ে দেখো। হয়তো ধর্ষণের ঘটনা কমে যাবে। প্রত্যেকবার মেয়েরাই জ্বলবে, সেটা তো হওয়া উচিত নয়।”
এর আগে আরজি কর কাণ্ড নিয়ে কবিতা লিখে প্রতিবাদ জানিয়েছিলেন শুভশ্রী। প্রশ্ন তুলেছিলেন, “সংস্কার ধরে রাখার দায়িত্ব কী শুধু আমাদের? তাহলে ওরা কী করবে?”
এরপর হুঁশিয়ারি দিয়েছিলেন, “অনেক হয়েছে নোংরামি আর পাপ তাও নেই কোনো অনুতাপ। তাই তো ফেসবুক পোস্টে এর বন্যা- আমরা নাকি ‘পতিতা’ আর ‘নষ্টা’! দেখ তাহলে এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া, যেখানে বাপকেও ছাড়ে না পাপ!”
আরও পড়ুন: পরিচালকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ শ্রীলেখার
আরজি কর কাণ্ড এক করেছে গোটা পশ্চিমবঙ্গকে। এক ছাতার নিচে এসেছেন টলিউড তারকারাও। এর আগে দেবও শুভশ্রীর সুরে কথা বলেছিলেন। ধর্ষকের একমাত্র শাস্তি ফাঁসি হওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি।