চোটের কারণে ছিলেন না অধিনায়ক সুলেমান দিয়াবাতে। দলের অন্যতম সেরা তারকাকে ছাড়াও যে জেতা যায়, তা দেখিয়ে দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব।
শুক্রবার প্রিমিয়ার লিগে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফর্টিস ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে আলফাজ আহমেদের দল। লিগে টানা পাঁচ ম্যাচের সবগুলোতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সাদা-কালো জার্সিধারীরা। মোহামেডানের উল্টো পথে হাঁটছে বসুন্ধরা কিংস।
গতকাল নিজ আঙিনায় ব্রাদার্স ইউনিয়নের কাছে হারতে হারতে ১-১ গোলে ড্র করে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের যোগ করা সময়ে মজিবুর রহমান জনির গোলে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কিংস। এই ড্রয়ে মোহামেডানের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে গেল বসুন্ধরা।
পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে তারা। ব্যর্থতার বৃত্তে বন্দি থাকা চট্টগ্রাম আবাহনী এবার ১-০ গোলে হেরেছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের কাছে। কুমিল্লায় ম্যাচের ১৭ মিনিটে মোহামেডান এগিয়ে যায়। আর্নেস্ট বোয়েটেংয়ের দারুণ এক মাপা পাস থেকে বক্সের ভেতর থেকেই সানডে চলতি বলে গোলকিপারের ডান দিক দিয়ে জড়িয়ে দেন জালে।
কিংস অ্যারেনায় ম্যাচের ৩৯ মিনিটে চেক সেনের অসাধারণ গোলে লিড নেয় গোপীবাগের ক্লাবটি। অতিরিক্ত সময়ে জনির গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা।