সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প যেন অপরাধের স্বর্গরাজ্য হয়ে ওঠেছে। প্রায় প্রতিদিনই মাদক কারবারি ও বিভিন্ন অপরাধীরা গোলাগুলির ঘটনা ঘটাচ্ছে।জেনেভা ক্যাম্প ও মোহাম্মদপুর এলাকায় অপরাধ নির্মূলে এবং জনগণের মাঝে স্বস্তি ফেরাতে অভিযান শুরু করেছে সেনাবাহিনী।সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে সহায়তা করছে মোহাম্মদপুর থানা পুলিশ।এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেনেভা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করেছে সেনাবাহিনী।এদিকে আইএসপিআর জানায়, ২৭ অক্টোবর দিন ও রাতে মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড এবং পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে ২২ জনকে গ্রেফতার করে। এতে খুনের আসামিসহ ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সদস্যরা রয়েছেন।আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর অবস্থান কঠোর থাকবে।
Leave a comment