রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত আহত ২৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে শিক্ষার্থীসহ সাধারণ মানুষও রয়েছেন।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর একে একে আহতদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষে এ পর্যন্ত ২৫ জন ঢাকা মেডিকেলে এসেছেন। তাদের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।