জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে। দলটি শাপলা কলি মার্কায় নিবন্ধিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে একটি ভিডিও বার্তায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য জানান।
নাহিদ ইসলাম বলেন, “জাতীয় নাগরিক পার্টি আপনার-আমার সবার দল। যারা নতুনভাবে রাজনীতি করতে চান এবং বাংলাদেশকে নতুনভাবে গড়তে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।” তিনি জানান, দীর্ঘদিনের প্রচেষ্টা ও কেন্দ্রীয় ও তৃণমূল নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই নিবন্ধন সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, ফেব্রুয়ারি মাসে দল প্রতিষ্ঠার পর থেকে তারা নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছিলেন। নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ শেষে অবশেষে শাপলা কলি মার্কায় দলটি নিবন্ধিত হলো। নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচনে প্রতিটি আসনে যোগ্য, সৎ ও দেশপ্রেমিক প্রার্থী দেব।
