যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে এক ব্যক্তি তার বাগদত্তার বাবাকে গুলি করে হত্যা করেছে। তার মা ও বোনকেও গুলি করেন তিনি। তারপর নিজের ওপর গুলি চালিয়ে আত্মঘাতি হন।
প্রসিকিউটররা জানিয়েছেন যে, বাগদত্তার বাবা, মা ও বোন ওই ব্যক্তির সঙ্গে একই বাড়িতে থাকতেন। এতে অসুখী ছিলেন ওই ব্যক্তি।
ব্রিস্টল কাউন্টির জেলা অ্যাটর্নির অফিস এক বিবৃতিতে বলেছে, পুলিশ বুধবার ভোর ৩টার পর ফল নদীতে একজন নারীর কাছ থেকে জরুরি কল পায়। এরপর ব্যাংক স্ট্রিটের ৫০০ ব্লকের বাড়িতে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় চারজনকে পাওয়া যায়।
এনবিসি নিউজের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তির নাম ক্রিস্টোফার জিন ব্যাপটিস্ট। তার বয়স ২৫ বছর। তাকে দ্রুত ফল নদীর সেন্ট অ্যানস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবরে বলা হয়েছে, ক্রিস্টোফার জিনের বাগদত্তার বাবা ৬৯ বছর বয়সী হুবার্ট ল্যাবাসকুইন। তাকে রোড আইল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তিনি মারা যান।
বাগদত্তার বোন (২৫) এবং তাদের মা (৫৯) নিউ বেডফোর্ডের সেন্ট লুকস হাসপাতালে চিকিৎসাধীন। আশা করা হচ্ছে যে তারা বেঁচে থাকবেন।
জেলা অ্যাটর্নির অফিস জানিয়েছে, ব্যাপটিস্টের বাগদত্তার পরিবার 'গত কয়েক মাস ধরে' তার বাসভবনে দম্পতির সঙ্গে বসবাস করছিল। তারা বসবাসের জন্য অন্য জায়গার সন্ধান করছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় জিন ব্যাপটিস্ট তার বাগদত্তাকে বলেছিলেন যে তিনি 'তার পরিবার তাদের সঙ্গে বসবাস চালিয়ে যাওয়ায় অসন্তুষ্ট'। পরে সেই রাতে ব্যাপটিস্ট তার বাগদত্তাকে বলেছিলেন যে তার পরিবারকে তাৎক্ষণিকভাবে বাড়ি ছেড়ে যেতে হবে। এর কিছুক্ষণ পরই গুলি করা হয়।
জিন ব্যাপটিস্টের বাগদত্তাই পুলিশকে খবর দেন। জিন ব্যাপটিস্টের কাছে আগ্নেয়াস্ত্র বহনের বৈধ লাইসেন্স ছিল। প্রসিকিউটর এবং রাজ্য পুলিশ তদন্ত করছে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত