অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সবচেয়ে সফল দল ভারত। আটবার ফাইনাল খেলে চারবার শিরোপা জিতেছে ভারতের যুবারা। আজ আরো একটি ফাইনালে মাঠে নামছে ভারত। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২১ এর ফাইনালে আজ ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
ফাইনালের দু’দিন আগে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আলোচনায় বসেছিল ভারতের যুবারা। জ়ুম মিটিংয়ের মাধ্যমে কোহলির সঙ্গে যোগাযোগ করিয়ে দেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ, যিনি এই মুহূর্তে দলের সঙ্গেই রয়েছেন অ্যান্টিগায়। ২০০৮ সালে ভারতীয় দলকে যুব বিশ্বকাপ জেতানো কোহলির কাছ থেকে মূল্যবান পরামর্শ পেয়ে চাঙ্গা ভারতীয় শিবির।
ইংল্যান্ড দলও অন্যতম শক্তিশালী। ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ২৪ বছর বিশ্বকাপ পায়নি তারা। সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে হারের মুখ থেকে ফিরে এসেছে ইংল্যান্ড। তার মূল কারণ ব্যাটিং বিপর্যয়। অধিনায়ক টম প্রেস্ট রান না পাওয়ায় দ্রুত উইকেট হারায় তারা। প্রেস্টই তাদের ব্যাটিং বিভাগের স্তম্ভ। এখন পর্যন্ত ২৯২ রান করেছেন এই প্রতিযোগিতায়। বাঁহাতি পেসার জোশুয়া বোডেন পেয়েছেন ১৩টি উইকেট।
ইংলিশ দলে রয়েছেন রেহান আহমেদও। ইংল্যান্ডের এই লেগস্পিনার বিস্মিত করেছেন যুব ক্রিকেটারদের। তার মূল শক্তি গুগলি। রান আটকানোর ক্ষেত্রে ইংল্যান্ডের প্রধান অস্ত্র রেহান। মাত্র ১৩ বছর বয়সে ইংল্যান্ডের নেটে বল করতে গিয়ে বেন স্টোকস, অ্যালিস্টার কুককে আউট করেছিলেন তিনি। আজ ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডকে ট্রফি তুলে দেওয়ার স্বপ্ন নিয়ে নামছেন রেহানও।
পিএসএন/এমঅাই