মানুষের জীবনটা বড্ড ব্যতিক্রম। পথচলায় কখন যে কোথায় নিয়ে যায়— সেটা কেউ বলতে পারে না। তবুও মানুষ এগিয়ে যায়। ব্যর্থতাকে সফলতার চাদরে ঢেকে দেয়। এই যেমন নুসরাত ফারিয়া। এক দশক আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু ভর্তির সুযোগ হয়নি। এবার তিনি সেই বিশ্ববিদ্যালয়ে পা রাখলেন ‘জনপ্রিয় নায়িকা’ হয়ে।
গতকাল রোববার মুক্তিপ্রতীক্ষিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার প্রচারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন ফারিয়া। সেখানে তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘দশ বছর আগে এখানে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। চান্স পাইনি। তারপর আমি ইউনিভার্সিটিতেই পড়িনি। আমার লক্ষ্য ছিল, ভালো কোনো জায়গায় চান্স না পেলে পড়াশোনাই করব না। এরপর চার-পাঁচ বছর গ্যাপ নিয়েছি। একটা সময় ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি করেছি। কিন্তু পড়াশোনা শেষ করেছি। আমি ভীষণ খুশি, কারণ এই বিশ্ববিদ্যালয়টি (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) যেকোনো কারণেই হোক আমার জীবনের একটি অংশ।’
এ সময় সবাইকে ‘অপারশেন সুন্দরবন’ সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘এটি আমার ২০তম সিনেমা। কিন্তু মনে হচ্ছে প্রথম সিনেমা। এত থ্রিল আর এক্সাইটমেন্ট যে ভাষায় প্রকাশ করতে পারব না। এই ছবির জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি। চার বছর কষ্ট করেছি এর জন্য। বাবা-মায়ের সঙ্গে কথা বলিনি। কারও সঙ্গে যোগাযোগ ছিল না। বনে-জঙ্গলে শুটিং করেছি। তখন কিছু খেতে চাইলেও সেটার জন্য দুদিন অপেক্ষা করতে হয়েছে। সুতরাং সবার কাছে অনুরোধ, পরিবারের সবাইকে নিয়ে সিনেমাটি দেখতে যাবেন।’
দীপংকর দীপন পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর। সুন্দরবনকে জলদস্যু মুক্ত করার সত্য ঘটনা নিয়ে নির্মিত এই ছবি। র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম, রোশান, নুসরাত ফারিয়া, দর্শনা বণিক, শতাব্দী ওয়াদুদ, মনির খান শিমুল, তাসকিন রহমান, মনোজ প্রামাণিক প্রমুখ।

