খুলনার জিআরপি ও রেলওয়ে পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে রেলস্টেশন এলাকায় গাঁজা ও ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ১৪ এপ্রিল ২০২৫ তারিখে রাতের একটি বিশেষ অভিযানে এ সফলতা আসে।
অভিযান পরিচালনাকারী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশন এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। সেখান থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে চিহ্নিত করে তাদের দেহ তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলেন–১) গিয়াসউদ্দিন শেখ (৫০) এবং২) আমানউল্লাহ মোল্লা (২৯)।তারা উভয়েই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, খুলনার বিভিন্ন স্থানে মাদক সরবরাহে তারা যুক্ত।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে অভিযান অব্যাহত থাকবে।পুলিশ আরও জানিয়েছে, রেলস্টেশন এলাকা থেকে মাদক নির্মূলে জিআরপি ও রেলওয়ে পুলিশ নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করবে।