যৌন হেনস্তার অভিযোগে পশ্চিমবঙ্গের পরিচালক অরিন্দম শীলকে বহিস্কার করেছে কলকাতার ডিরেক্টর্স গিল্ড। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অভিনেত্রী ক্ষোভ উগরে দিয়েছেন। তবে ডিরেক্টর্স গিল্ডের এমন সিদ্ধান্তের পর রীতিমত অবাক হয়েছেন অরিন্দম। নির্মাতাকে বহিস্কার করার পর মুখ খুলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও স্বস্তিকা মুখোপাধ্যায়।
সামাজিক মাধ্যমে স্বস্তিকা লিখেছেন, ‘পাপের ঘড়া উল্টায়। ভেবেছিলাম বোধহয় নিজের জীবনে দেখে যেতে পারব না। ভগবান তুমি এই কথাটুকু যে রেখেছ। এই অনেক। ২০ বছর সময় লাগল, সে লাগুক। আমাদের জগতের সমস্ত মেয়েদের বলছি। সময় এসেছে, সম্মান দখল করার। আর ভয় নয়। গলা তুলে, আঙুল তুলে চিৎকার করে নোংরা লোকগুলোর মুখোশ টেনে ছিড়তে হবে। সবাই বেড়িয়ে এসো। হাত ধরে একসঙ্গে সোচ্চার হই। এটা আমাদের মৌলিক অধিকার।’
এদিকে ভারতীয় গণমাধ্যমে শ্রীলেখা বলেন, ‘অরিন্দম শীলের পরিচালনায় আমি একটাই ছবি করেছিলাম। সেটা হল ‘স্বাদে আহ্লাদে’। তার পরে কিন্তু তিনি আমাকে আর কোনও কাজে নেননি। আমার যদিও তার সঙ্গে এমন কোনও অভিজ্ঞতা নেই। আসলে অরিন্দমের পরিচালনায় যে অভিনেত্রীরা বেশি কাজ করেছেন, তারা আরও ভালো বলতে পারবেন। সব সময় কিন্তু পুরুষেরাই দোষী হন না। অনেক সময় কিন্তু মেয়েরা নিজেরাই আগ্রহী থাকেন।’
নিজের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগ নিয়ে অরিন্দম শীল জানান, বিষয়টি ‘একটি খুনির সন্ধানে’ সিনেমার সেটে হয়েছে। সাহেব চট্টোপাধ্যায় ও অভিযোগকারী অভিনেত্রীকে তিনি একটি ঘনিষ্ঠ দৃশ্যের ব্যাখ্যা দিয়েছিলেন। তা একটি ‘চিট শট’ ছিল। শট বোঝাবার সময় অ্যাক্সিডেন্টালি’ পরিচালকের মুখ অভিনেত্রীর গালে লেগে যায়। আর সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবেই হয়েছিল। সেই সময় অভিনেত্রীর তা নিয়ে প্রতিক্রিয়াও ছিল না। শুটিংও নির্বিঘ্নে হয়ে যায়।