কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ৬৬ শতাংশ ভোট পড়লেও নির্ধারিত সময়ের পরও নেওয়া হয়েছে ভোট। এমনকি কিছু কেন্দ্রের সন্ধ্যা গড়িয়ে রাতেও ভোট নিতে হয়েছে। কারণ বিকেল সাড়ে ৪টার মধ্যে ভোটাররা লাইনে থাকলেও ভোট দিতে পারেননি। তবে কেন ভোট নিতে বিলম্ব হল এর কারণ খুঁজে দেখতে চায় নির্বাচন কমিশন (ইসি)।
এ নিয়ে বুধবার (১১ জানুয়ারি) মতবিনিময় সভা ডেকেছে ইসি। বেলা ১১টার পর নির্বাচন কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা হবে।
এতে নির্বাচন কভার করতে যাওয়া সাংবাদিক, পর্যবেক্ষকদেরও আমন্ত্রণ জানানো হবে। সবার সঙ্গে কথা বলে কারণ জানার চেষ্টা করবে ইসি। এছাড়া ভোটগ্রহণ কর্মকর্তারাও এতে অংশ নেবেন।
গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয় রংপুর সিটি করপোরেশন নির্বাচন। যেখানে ৬৫ দশমিক ৮৮ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছেন। এই নির্বাচনে সবমিলিয়ে ভোট দিয়েছেন ২ লাখ ৮০ হাজার ৯৭২ জন। আর মোট ভোটার ছিল ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন।
রসিক নির্বাচনে বিপুল ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি পান ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট। অন্যদিকে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ২৩৯ ভোট। ভোটের ফলাফলে তিনি চতুর্থ হয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত