গলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গতকাল চতুর্থ দিনেই জয় নিশ্চিত হতে পারতো শ্রীলঙ্কার। তবে তা হতে দেননি রাচীন রবীন্দ্র। কিইউই এই ব্যাটার একাই প্রতিরোধ গড়েছিলেন। তাই তো জয় থেকে ২ উইকেট দূরে থেকেই চতুর্থ দিনের খেলা শেষ করতে হয় লঙ্কানদের। তবে আজ শেষ দিনে এসে আর প্রতিরোধ এগিয়ে নিতে পারেননি রবীন্দ্র, তাকে সাজঘরের পথ দেখিয়েছেন প্রবাথ জয়াসুরিয়া, লঙ্কান এই স্পিনারের ঘূর্ণিতে স্বাগতিকরা পেয়েছে ৬৩ রানের দারুণ এক জয়।
সিরিজের প্রথম এই টেস্টে আগে ব্যাট করেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩০৫ রান। কামিন্দু মেন্ডিস করেছিলেন দারুণ এক সেঞ্চুরি। এরপর নিউজিল্যান্ড করে ৩৪০ রান। ৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লঙ্কানরা ৩০৯ রানের সংগ্রহ দাঁড় করালে জয়ের জন্য কিউইদের লক্ষ্য দাঁড়ায় ২৭৫ রান।
গোলে ম্যাচটি জিতলে এটিই হতো এই ভেন্যুতে সবথেকে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। তবে সে রেকর্ড গড়া হয়নি সফরকারীদের। দ্বিতীয় ইনিংসে কিউইদের হয়ে ব্যাট হাতে তেমন পারফর্ম করতে পারেননি কেউই। ব্যতিক্রম শুধুই রাচীন রবীন্দ্র।
কিউইদের হয়ে একাই প্রতিরোধ গড়েছিলেন এই ব্যাটার। টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, টম ব্লান্ডেলরা ইনিংস বড় করতে না পারলেও তিনি লঙ্কান বোলারদের দেখশুনে খেলে দলের রানের চাকা ঘুরিয়েছেন। প্রতিরোধ গড়ে ব্যক্তিগত ৯১ রানে চতুর্থ দিন শেষ করেন তিনি। তবে আজ সকালে আর নিউজিল্যান্ডকে খুব বেশি এগিয়ে নিতে পারেননি তিনি।
পঞ্চম দিনে রবীন্দ্রকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে আউট করেন জয়াসুরিয়া। এরপর উইলিয়াম ও’রুর্ককে বোল্ড হন জয়াসুরিয়ার বলেই, লঙ্কানরাও পেয়ে যায় ৬৩ রানের জয়। দ্বিতীয় ইনিংসে বল হাতে পাঁচ উইকেট নেয়া জয়াসুরিয়া ম্যাচে নিয়েছেন ৯ উইকেট, ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তারই হাতে। ক্যারিয়ারে অষ্টমবারের মত ফাইফারের দেখা পেয়েছেন ৩২ বছর বয়সী এই স্পিনার।