আরাকান আর্মির অব্যাহত হামলার মুখে রাখাইনে পতনের দ্বারপ্রান্তে রয়েছে মিয়ানমার জান্তা সরকার। আরাকান আর্মি গত শুক্রবার আয়ারওয়াদি অঞ্চলের সীমান্তবর্তী গওয়া শহরতলিতে হামলার মধ্য দিয়ে রাজ্যটির দক্ষিণতম পয়েন্টে পৌঁছেছে।
এ সময়ে তারা কাইইনতালি উপশহরের চিঙ্কউইন গ্রামের একটি সেতুর কাছে চেকপয়েন্টে মোতায়েন জান্তা সেনাদের ওপর আক্রমণ করে।
সোমবার ইরাবতী অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গওয়া শহর থেকে ৪০ কিলোমিটার দূরে এবং থান্ডওয়ে শহরের ৪৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত চেকপয়েন্টে প্রায় ৭০ জন জান্তা সেনা এবং সশস্ত্র সদস্য মোতায়েন ছিল।
স্থানীয়রা জানান, আরাকান আর্মির অগ্রযাত্রা ঠেকাতে জান্তা বাহিনী গত জুলাই মাসে দু’বার ওই সেতু উড়িয়ে দেয়। এর পরও তারা হামলার শিকার হয়েছে। গত শুক্রবার তারা চিঙ্কউইন চেকপয়েন্ট থেকে পালিয়ে যায়। বর্তমানে পিছু হটে তারা ওই চিঙ্কউইন সেতু থেকে ৯ কিলোমিটার দূরে আরেকটি সেতুতে সহকর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন।
শনিবার সন্ধ্যায় তিনটি বিমান হামলা চালায় জান্তা সরকার। এতে ঠিক কতজন হতাহত হয়েছে– তা জানা যায়নি। রাখাইন রাজ্যের বিস্তীর্ণ এলাকা এরই মধ্যে জান্তা বাহিনীর হাতছাড়া হয়েছে।