অভিষেক বচ্চন ও রানী মুখার্জী— দুজনই বলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী। তাদের মধ্যে ঐশ্বরিয়াকে বিয়ে করেছেন অভিষেক। অন্যদিকে আদিত্য চোপড়াকে বিয়ে করে সুখে সংসার করছেন রানী। কিন্তু আপনি কি জানেন— রানীকে বিয়ে করতে চেয়েছিলেন অভিষেক?
শুনে অবাক লাগলেও এটাই সত্যি। একটি হিন্দি সিনেমা শুটিংয়ের সময় এই দুই তারকা একটি রোমান্টিক সিন করেছিলেন। তারপর তারা একে অপরের কাছে আসতে শুরু করেন। বন্ধু ও সহকর্মী রানীর প্রেমে পড়ে যান অভিষেক। তারা একে অপরের কাছে আসতে শুরু করেন ও একসাথে অনেক সময় কাটাতেন। কিন্তু তারপর তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ান খোদ জয়া বচ্চন। বাস্তব জীবনে জয়া বচ্চন একজন খুবই ভালো মা হওয়া সত্ত্বেও, তিনি পুত্র অভিষেক বচ্চন ও রানি মুখার্জির মধ্যে সম্পর্ক প্রত্যাখ্যান করেছিলেন। জয়া বচ্চন, রানী মুখার্জির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে আগ্রহী ছিলেন না। সে কারণেই সে সম্পর্কের কথা স্পষ্টভাবে অস্বীকার করেছিলেন।
মা জয়া বচ্চন সম্পর্কের কথা মেনে না নেওয়াতে অভিষেক বচ্চন ও রানী মুখার্জির সম্পর্ক ভেঙে যায়। অনেকেই বলিউডের এই সিক্রেট সম্পর্কের মশলাদার স্টোরি সম্পর্কে জানতেন না।

