আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে চ্যাম্পিয়ন্স লীগের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। উরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আরও এক হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষায়। এই টুর্নামেন্টের অন্যতম সফল দল রিয়াল মাদ্রিদ এবং জার্মান ফুটবলের সফলতম দল বায়ার্ন মিউনিখ মুখোমুখি হচ্ছে আরও একবার। সেটাও সেমিফাইনালের বড় মঞ্চে। দুই দলের প্রথম লেগ ২-২ গোলে ড্র হওয়ার পর স্বাভাবিকভাবেই এই ম্যাচে ছড়াচ্ছে নতুন উত্তাপ।
দুই দলের সবশেষ তিন দেখায় রিয়াল হেসেছে শেষ হাসি। ২০১৩-১৪ এবং ২০১৭-১৮ মৌসুমে এই রিয়ালের কাছে হেরেই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে বায়ার্নকে।
এমনকি আজকের ম্যাচের আগেও রিয়াল মাদ্রিদকেই ফেবারিট বলা যায়। ফুটবলের পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপ্টা’ তাদের সুপার কম্পিউটারের গণনা শেষে বলছে, ঘরের মাঠে বায়ার্নকে হারিয়ে ফাইনালের টিকিট কাটবে লস ব্লাঙ্কোসরাই।
সবমিলিয়ে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালের জয়ের সম্ভাবনা ৬৭.৪ শতাংশ আর বায়ার্নের জয়ের সম্ভাবনা ৩২.৬ শতাংশ। অপ্টা অবশ্য তাদের গণনা এখানেই শেষ করেনি। ফাইনালে কী হতে পারে, সেই গণনাও শেষ করেছে তাদের সুপারকম্পিউটার। তাতে দেখা যায়, রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জেতার সম্ভাবনা ৪১.২% আর বায়ার্নের ৭ম ইউরোপিয়ান শিরোপা জয়ের সম্ভাবনা ১৭.১ শতাংশ।
পরিসংখ্যান কি বলছে?
সুপার কম্পিউটারের মতো পরিসংখ্যানটাও কথা বলছে রিয়াল মাদ্রিদের পক্ষেই। জার্মান এই দলের বিপক্ষে শেষ ৮ ম্যাচে হারেনি লস ব্লাঙ্কোসরা। জয় এসেছে ৬ ম্যাচে। হারতে হয়েছে দুই ম্যাচ। এমনকি দুই দলের মধ্যে সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়া শেষ ৭ ম্যাচের মধ্যে ১ ম্যাচই জিতেছে বায়ার্ন। দুই দলের মধ্যেকার শেষ ১৬ ম্যাচেই রিয়াল বল ঢুকিয়েছে বায়ার্নের জালে। যা হয়ত মানসিকভাবেও এগিয়ে রাখবে তাদের।
রিয়ালের কোচ কার্লো অ্যানচেলত্তি এবার নিয়ে দশমবার নামবেন বায়ার্নের বিপক্ষে। আগের নয় ম্যাচে কখনোই হারের মুখ দেখেননি তিনি। ৬ ম্যাচে পেয়েছেন জয়। আর তিন ম্যাচ হয়েছে ড্র-তে।
সাম্প্রতিক ফর্মটাও আছে রিয়ালের পক্ষেই। শেষ ৪২ ম্যাচে ৯০ মিনিটের মধ্যে হারা হয়নি তাদের। ৩০ জয়ের পাশাপাশি আছে ১২ ড্র। বিপরীতে নিজেদের শেষ ৯ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে কেবল জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।