ব্যালন ডি’অর নিয়ে বিতর্ক যেন থামছেই না। ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। তবে শেষ মুহূর্তে ব্যালন ডি’অর জিতে নেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। এতে ফুটবল বিশ্বে শুরু হয় আলোচনা-সমালোচনা। এবার সেই বিতর্কে সরাসরি মন্তব্য করলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো।
গতকাল দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডসে রোনালদো বলেন, ‘আমার মতে, ব্যালন ডি’অর জয়ের সবচেয়ে যোগ্য ছিলেন ভিনিসিয়াস। এখানে আমি সবার সামনে বলছি, ওর সঙ্গে অন্যায় করা হয়েছে। রদ্রি পুরস্কারের যোগ্য হলেও ব্যালন ডি’অরটা ভিনির প্রাপ্য ছিল। কারণ, সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং ফাইনালে গোলও করেছে।’
ব্যালন ডি’অর না পেলেও কিছুদিন আগেই ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড জিতেছেন ভিনিসিয়াস। গত মৌসুমে রিয়ালের হয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ এবং স্প্যানিশ সুপার কাপ জেতার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের মৌসুমসেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। অন্যদিকে, রদ্রি ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জেতার পাশাপাশি স্পেনের হয়ে ইউরো জিতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
বিশ্লেষকদের ধারণা, ইউরো জেতার কারণেই রদ্রি ব্যালন ডি’অর দৌড়ে ভিনিকে পেছনে ফেলেছেন। তবে এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা হয়নি রোনালদোর। এ নিয়ে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর সমালোচনা করে ৩৯ বছর বয়সী এই তারকা বলেন, ‘এই অনুষ্ঠানগুলো সব সময় এভাবেই কাজ করে। এ কারণেই আমি গ্লোব সকার অ্যাওয়ার্ডসকে পছন্দ করি। তারা সৎ।’