হেড মাঝিসহ দুই মাঝি হত্যার রেশ কাটতে না কাটতেই আবারো হত্যাকাণ্ড ঘটেছে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে। এবার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার বালুখালী ১৯নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় মেলেনি। তিনি ১৯নং ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
রাতে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোহিঙ্গা দুষ্কৃতকারীরা আধিপত্য বিস্তার করতে এ ঘটনা ঘটিয়েছে। মাদক পাচার ও অস্ত্র পাচারে বাধা হাওয়ায় সাধারণ রোহিঙ্গাদের টার্গেট করে হত্যা করছে। ঘটনাস্থলে আমাদের একটি টিম আছে। ক্যাম্পে আমাদের নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। এদিকে অব্যাহত হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
তারা প্রশাসনের কাছে নিরাপত্তা জোরদারের পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন।
পিএসএন/এমঅাই

