লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহর ও গ্রামে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে লেবাননে শতাধিক নিহত এবং চার শতাধিক মানুষ আহত হয়েছেন।
সোমবারে ইসরায়েলের হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল-জাজিরারপ্রতিবেদনে বলা হয়েছে, হতাহতদের মধ্যে নারী, শিশু ও চিকিৎসা কর্মীরা রয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী সোমবার সকালে লেবাননে প্রায় ১৫০টি বিমান হামলা চালিয়েছে।স্থানীয়রা জানিয়েছেন, লেবাননের বন্দর শহর বাইব্লোসের পূর্বে একটি জনবসতিহীন পাহাড়ে একটি রকেট আঘাত হানে।
এক বিবৃতিতে লেবাননের সরকারি জরুরি স্বাস্থ্য সেবা কেন্দ্র জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় নারী, শিশু, প্যারামেডিকসসহ চার শতাধিক মানুষ আহত হয়েছেন।গত কয়েকদিন ধরে ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের বিরুদ্ধে হামলা পালটা হামলা চালিয়ে যাচ্ছে। এতে মধ্যপ্রাচ্যজুড়ে একটি পূর্ণ মাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়ার উদ্বেগ বাড়ছে।