যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) রাতে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ক্যাপিটল রোটুন্ডায় তিনি শপথবাক্য পাঠ করেন। এ সময় অনুষ্ঠানে দুটি বাইবেল রাখা হয়। তবে একটি বিষয় নজর কেড়েছে—তিনি বাইবেলে হাত না রেখে শপথবাক্য পাঠ করেন।
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ব্যবহৃত দুটি বাইবেলের মধ্যে একটি বাইবেল ১৮৬১ সালে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের শপথের সময় ব্যবহৃত হয়েছিল। বাইবেলটির রং ছিল বার্গেন্ডি ভেলভেট। লিংকন ওই বাইবেলটি নিয়ে শপথ গ্রহণ করেন, যেটি তার পরিবারের অন্যান্য সামগ্রীর সঙ্গে ইলিনয় থেকে ওয়াশিংটন পর্যন্ত পৌঁছানোর সময় হোয়াইট হাউজে আনা হয়েছিল।
আরেকটি বাইবেল ছিল ট্রাম্পের মা মেরি অ্যান ম্যাকলিয়ডের উপহার। ট্রাম্প ১৯৫৫ সালে মাত্র ৯ বছর বয়সে সানডে স্কুল থেকে পাস করার পর এই বাইবেলটি উপহার হিসেবে পেয়েছিলেন। বাইবেলের মলাটে ট্রাম্পের নাম খোদাই করা রয়েছে, এবং এর ভেতরে গির্জা কর্তৃপক্ষের সইও রয়েছে।
যদিও ট্রাম্পের শপথে দুটি বাইবেল থাকলেও, তিনি কোনো একটির ওপরও হাত রাখেননি। ট্রাম্পের ডান হাত ছিল শূন্যে, আর বাঁ হাত নিচের দিকে ঝুলে ছিল। শপথ বাক্য পাঠের সময় ট্রাম্প বাইবেলের প্রতি হাত না রাখার বিষয়টি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে, এবং অনেকেই প্রশ্ন তুলেছেন— এটি কি শপথের নিয়মের বিপরীতে?
তবে বিশেষজ্ঞরা বিষয়টি পরিষ্কার করেছেন। প্রেসিডেন্সিয়াল স্কলার এবং টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর জেরেমি সুরি বলেন, সংবিধানে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে প্রেসিডেন্ট শপথের সময় বাইবেলে হাত রাখবেন। শপথ হলো সংবিধানের ওপর, যা একজন প্রেসিডেন্টকে দেশটির সংবিধান রক্ষা, সুরক্ষা এবং প্রতিরক্ষার জন্য অঙ্গীকার করতে নির্দেশ দেয়।
এই ধরনের ঘটনা নতুন নয়। অতীতে কয়েকজন মার্কিন প্রেসিডেন্ট দুটি বাইবেলের ওপর হাত রেখে শপথ নিয়েছেন। যেমন, হ্যারি এস ট্রুম্যান, উইট ডি আইজ়েনহার, রিচার্ড এম নিক্সন এবং বারাক ওবামা তাদের শপথ অনুষ্ঠানে দুটি বাইবেলের ওপর হাত রেখেছিলেন।
ট্রাম্প জানিয়েছিলেন, তিনি আমেরিকার সংবিধানকে রক্ষা, সুরক্ষা এবং প্রতিরক্ষার অঙ্গীকার করেছেন। তিনি দুটি বাইবেলের ওপর হাত রেখে শপথ নিয়েছিলেন, যার মধ্যে একটি ছিল ঐতিহাসিক এবং অন্যটি তার মায়ের উপহার। বাইবেল দুটি তার শপথ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে কাজ করেছে, তবে তিনি বাইবেলটির ওপর হাত না রাখলেও শপথের উদ্দেশ্য পূর্ণ হয়েছে বলে বিশেষজ্ঞরা মতপ্রকাশ করেছেন।
ট্রাম্পের বাইবেলে হাত না রাখার বিষয়টি অনেকের কাছে সন্দেহের সৃষ্টি করেছে। ছবি প্রকাশ করে অনেকে জানতে চাচ্ছেন, বাইবেল না স্পর্শ করায় ট্রাম্পের শপথ কি সম্পূর্ণ হয়নি? তবে, বিশেষজ্ঞদের মতে— বাইবেল না স্পর্শ করলেও ট্রাম্পের শপথ আইনগতভাবে সম্পূর্ণ ছিল, কারণ সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট শপথবাক্য পাঠ বা প্রত্যায়নপত্র (oath or affirmation) যেকোনো একটির মাধ্যমে শপথ গ্রহণ করতে পারেন।