ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শেষ হওয়ার কথা ছিল আজ। তবে বাংলাদেশ গতকালই অলআউট হওয়ায় ২৮০ রানের বিশাল জয় পেয়েছে রোহিত শর্মার দল। এদিকে দুই দলের মাঠের খেলা আগেভাগেই শেষ হলেও ম্যাচটির রেশ রয়ে গেছে এখনো। ম্যাচ চলাকালেই দুই দলের ক্রিকেটারদের কথোপকথনের বেশ কিছু ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, পন্ত ব্যাট করছেন, তবে নিজে ব্যাটিংয়ে থাকলেও পন্ত বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন। অফ সাইডে বাংলাদেশের দুই ফিল্ডারকে পাশাপাশি দাঁড়ানো দেখে পন্ত হাত দিয়ে মিডউইকেটের দিকে ইশারা করে বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বলছিলেন, ‘এখানে একজন ফিল্ডার দাও। এখানে ফিল্ডার কম আছে।’
পন্তের এই পরামর্শ মেনে মিড উইকেট অঞ্চলে একজন ফিল্ডার নিয়ে আসেন শান্ত। হঠাৎ কেন বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিতে গেলেন পন্ত। চেন্নাইয়ে সেঞ্চুরি করা এই ব্যাটার এর ব্যাখ্যায় ম্যাচ শেষে বললেন, ‘ক্রিকেটে কীভাবে আরও ভালো করা যায়, এ নিয়ে অজয় (ভারতীয় সাবেক ক্রিকেটার অজয় জাদেজা) ভাইয়ের সঙ্গে আমার কথা হয় প্রায়। সেটা নিজের দলের হোক বা অন্য দলের হোক। আমি দেখলাম একই পজিশনে বাংলাদেশের দুজন ফিল্ডার আছে। তাই ওকে (শান্তকে) বলেছিলাম একজন ফিল্ডার সেখানে রাখতে।’
ব্যাট হাতে দাঁড়িয়েও প্রতিপক্ষের ফিল্ডিং সাজিয়ে দেওয়া পন্ত অবশ্য সে ইনিংসে ভালোই করেছেন। খেলেছেন ১০৯ রানের ইনিংস, যা ছিল প্রায় দুই বছর পর তার প্রথম টেস্ট।