মহাখালীর রেলগেট এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে ২টি আন্তঃনগর ট্রেন আটকে আছে। ফলে আপাতত ঢাকা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে।সোমবার (১৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা কন্ট্রোল রুম।কন্ট্রোল রুম থেকে জানানো হয়, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মহাখালী এলাকায় লাইনে ২টি আন্তঃনগর ট্রেন আটকে আছে। এরমধ্যে জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস।জানা গেছে, সকাল থেকে সরকারি তিতুমীর কলেজকে তিতুমীর বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীর রেলপথ ও সড়কপথ অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের অবরোধের কারণে ট্রেনে অটকে পড়া যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
You Might Also Like
সিনিয়র এডিটর
Leave a comment
সর্বশেষ
- Advertisement -