দুই ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বিপিএলের পরপরই বাংলাদেশে আসবে আফগানিস্তান। আর বাংলাদেশের কন্ডিশন চেনা থাকায় সবগুলো ম্যাচেই জিতে নিতে চান আফগান স্পিনার মুজিব উর রহমান।
ফরচুন বরিশালের হয়ে ম্যাচ শেষ করার পর সংবাদমাধ্যমকে মুজিব বলেন, ‘আগেও আমরা বাংলাদেশে এসেছি, অনেক সিরিজ খেলেছি। এবার আসতে পেরে খুশি। বিপিএল শেষে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আছে আমাদের। এখানকার স্পিনিং কন্ডিশনে আমরা খুশি। এশিয়ার অন্যান্য উইকেট তো বটেই, ঢাকা-চট্টগ্রাম-সিলেটের উইকেট আমাদের জন্য ভালো।’মুজিবের মতে, সুপার লিগের পয়েন্ট এই সিরিজকেও দেবে ভিন্ন মাত্রা। তিনি বলেন, ‘বাংলাদেশ ও আফগানিস্তানের মতো দলগুলোর ওয়ানডেতে পয়েন্ট দরকার। সব দলই জিততে চায় ও পয়েন্ট পেতে চায়। তিনটি ওয়ানডে এখানে
পি এস/এন আই