‘গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল’ তালিকায় ফের শীর্ষস্থানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সর্বোচ্চ ৭২ শতাংশ রেটিং পেয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো সবাই তার থেকে অনেক নিচে। তালিকার একদম নিচে রয়েছেন আমেরিকার প্রধানমন্ত্রী বরিস জনসন। এই তালিকা প্রকাশ করেছে আমেরিকার রিসার্চ সংস্থা মর্নিং কনসাল্ট।
বিশ্বের ১৩টি দেশের ১৩ জন রাষ্ট্রনেতা এই তালিকায় আছেন। মোদির পরে দুই নম্বরে মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ ওব্রাদর। তিনি পেয়েছেন ৬৪ শতাংশ রেটিং। তৃতীয় স্থানে ৫৭ শতাংশ রেটিং পেয়ে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। এরপর চার ও পাঁচ নম্বরে ৪৭ এবং ৪২ শতাংশ রেটিং নিয়ে আছেন যথাক্রমে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। ৪১ শতাংশ রেটিং পেয়েছেন চার রাষ্ট্রনেতা। তারা হলেন- জো বাইডেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
তালিকার আরও তলায় রয়েছেন স্প্যানিশ প্রাইম মিনিস্টার পেদ্রো স্যাঞ্চেজ। তিনি পেয়েছেন ৩৭ শতাংশ রেটিং। ৩৬ শতাংশ রেটিং পেয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো এবং ৩৫ শতাংশ রেটিং পেয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ৩০ শতাংশ রেটিং নিয়ে তালিকার তলানিতে বরিস জনসন।
পি এস/এন আই