বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ সাবেক অধিনায়কদের সঙ্গে সোমবার এক বৈঠকে করেছেন। বৈঠকে বাংলাদেশ ক্রিকেটের নানা দিক নিয়ে পরামর্শ নিয়েছেন বলে জানা গেছে।
পরে বিসিবির পাঠানো বার্তায় ফারুক আহমেদ জানিয়েছেন, বিপিএলের আগামী আসর নিয়ে এরই মধ্যে বোর্ড কাজ শুরু করেছে। তারই অংশ হিসেবে সাবেক অধিনায়কদের ডাকা হয়েছিল। তারা সেখানে মূল্যবান পরামর্শ দিয়েছেন।
বোর্ড সভাপতি জানিয়েছেন, বৈঠকে বিপিএলের সূচি নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। বিপিএলের নতুন একটা উইন্ডো বের করার বিষয়ে তারা কথা বলেছেন। এ নিয়ে কাজও শুরু করেছে বিসিবি।
এবারের বিপিএল হয়েছে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। এই সময় অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ হয়। এর মধ্যে এসএ টি-২০, বিগ ব্যাশ ও আইএল টি-২০ অন্যতম। যে কারণে বিপিএলের জন্য মানসম্মত বিদেশি পাওয়া যায় না। অনেকে বিপিএল খেলতে আসলেও চলে যান আইএল টি-২০তে।
জানা গেছে, আগামী আসর থেকে বিসিবি বিপিএলের উইন্ডো এগিয়ে আনার বিষয়ে আলোচনা করেছে। আইসিসি ও অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে বিসিবি নভেম্বর-ডিসেম্বরে বিপিএলের জন্য ফাঁকা একটি সূচি চাইতে পারে।
বিসিবি সভাপতি এই বৈঠকে ১৫ জন অধিনায়ককে ডেকেছিলেন বলে জানা গেছে। এর মধ্যে সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, হাবিবুল বাশার, রাজিন সালেহ, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস, লিটন দাস, মুমিনুল হক উপস্থিত ছিলেন। বৈঠকে সাবেক অধিনায়ক রকিবুল হাসান, খালেদ মাহমুদ সুজন ও তামিম ইকবাল উপস্থিত হননি। বাকিদের মধ্যে কেউ কেউ জুমে মিটিংয়ে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।