সম্প্রতি সামান্থা রুথ প্রভু অভিযোগ করেছেন করণ জোহরের বিরুদ্ধে। তার অভিযোগ হলো, করণের জন্যই তার প্রেমের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।
সামান্থা বলেন, করণের রোমান্টিক ছবি দেখে দেখেই সম্পর্কের প্রতি উচ্চাশা তৈরি হয়েছে। যার কারণে কোনো সম্পর্কই তৈরি করতে পারছেন না। বিয়ে ভেস্তে যাওয়ার জন্যও করণকে দায়ী করেছেন এই সুন্দরী অভিনেত্রী।
সামান্থার মতো স্বরা ভাস্করও একই অভিযোগ এনেছেন শাহরুখ খানের বিরুদ্ধে। এই বলি নায়িকা আক্ষেপ করে বলেন, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবি দেখার কারণে ছোটবেলায় কারো প্রেমেই পড়েননি তিনি।
অবশ্য স্বরা শুধু শাহরুখ খানকেই দায়ী করেননি, দায়ী করেছেন বলিউড পরিচালক আদিত্য চোপড়াকেও।
ছবিতে দেখা সেই নায়কের চরিত্রগুলো আসলে বাস্তবে কোথাও নেই। অথচ এই দুই নায়িকাই আশা করেছিলেন, এমনই কেউ তাদের জীবনে আসবে। কিন্তু বাস্তবতা মেনে নিতেই মন ভেঙে গেছে তাদের।
ছেলেদের প্রতি একেবারেই আগ্রহ হারিয়ে ফেলেছেন তারা। তাই কখনোই প্রেমে পড়া হবে না বলেও মনে করছেন এই দুই সুন্দরী।
পিএসএন/এমআই


