পাকিস্তান সিরিজ শেষেই ইংল্যান্ডে উড়াল দিয়েছিলেন সাকিব। সেখানে সারের হয়ে কাউন্টিতে একটি ম্যাচ খেলছেন তিনি। সমারসেটের বিপক্ষে চারদিনের এই ম্যাচের প্রথম ইনিংসে বল হাতে তিনি নিয়েছিলেন ৪ উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসেও সাকিবের ঘূর্ণিতে সাজঘরের পথ দেখতে হয়েছে প্রতিপক্ষের ৪ ব্যাটারকে, যার মধ্যে আবার আছে ইংলিশদের সাবেক অধিনায়ক মাইকেল ভনের ছেলে আর্চি ভনও।
লম্বা সময় পর কাউন্টিতে ফিরে সাকিব সারের হয়ে অভিষেক রাঙিয়েছিলেন ভালোভাবেই। প্রথম ইনিংসে লম্বা সময় ধরে বল করেছিলেন তিনি। বাংলাদেশের সাবেক এই অধিনায়কও পেয়েছিলেন ৪ উইকেটের দেখা। সমারসেটে প্রথম ইনিংসে ৩১৭ রানে অলআউট হওয়ার পর সাকিবের দল ব্যাট করতে নেমে ৩২১ রান করে ৪ রানের লিড নিয়ে অল আউট হয়।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সমারসেট। তবে তাদের খুব বেশি এগোতে দেননি সাকিব। দ্বিতীয় ইনিংসের শুরুতেই আঘাত হানেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই তিনি বোল্ড করেন আর্চি ভনকে। তরুণ এই ক্রিকেটার ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের ছেলে।
দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথম আঘাত হানা সাকিব ফের আঘাত হানেন ইনিংসের চৌদ্দতম ওভারে। তাঁর বলে আউট হন টম অ্যাবেল। এরপর আরও দুই উইকেট নিয়েছেন সাকিব। তাঁর বলে আউট হয়েছেন জেমস র এবং সমারসেটের অধিনায়ক লুইস গ্রেগরি।
সাকিবের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে তৃতীয় দিনে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে সমারসেট। দ্বিতীয় ইনিংসে সারের হয়ে সবথেকে বেশি ৪ টি উইকেট নিয়েছেন সাকিব। তবে বোলিংয়ে সফল সাকিব প্রথম ইনিংসে ব্যাট হাতে ভালো করতে পারেননি। ২৪ বলে ১২ রান করে জ্যাক লিচের বলে তারই মুঠোবন্দী হয়ে আউট হন তিনি।