শোকাবহ আগস্টে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের উদ্যোগে নগরীর নয়টি ওয়ার্ডে করোনাকালীন কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া প্রায় চার হাজার জন অসহায়, দুঃস্থ ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও নগদ তিন লাখ ৯৯ হাজার পাঁচশত টাকা বিতরণ করা হয়।
মেয়রের পক্ষে আজ (শুক্রবার) নগরীর বিভিন্ন ওয়ার্ডে এসব খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসি’র প্যানেল মেয়র-১ মোঃ আমিনুল ইসলাম মুন্না ও প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর টিপু। এসময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাঁরা নগরীর ৭, ৮, ১২, ১৩, ২১, ২৩, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটিতে চারশত ২৮ জন হিসেবে মোট তিন হাজার চারশত ২৮ জনের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও মোট নগদ তিন লাখ ৪২ হাজার চারশত টাকা বিতরণ করেন। এছাড়া ১৭ নম্বর ওয়ার্ডে পাঁচশত ৭১ জনের মাঝে মোট ৫৭ হাজার একশত টাকা ও জনপ্রতি সাত কেজি চাল বিতরণ করা হয়।
সন্ধ্যায় নগরীর তালতলা মন্দির প্রাঙ্গণে অসহায় ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এসময় ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফয়েজুল ইসলাম টিটু উপস্থিত ছিলেন।