বলিউড তারকা শাহরুখ খান পিতা হিসেবেও তুলনীয়। বড় ছেলে আরিয়ান খানকে প্রতিষ্ঠিত করতে চেষ্টার ত্রুটি করছেন না, কন্যা সুহানারও বলিউডে ভিত গড়ে দিতে নিজেই হাত লাগিয়েছেন। এবার ছোট ছেলে আব্রাম খানকেও নিয়ে আসছেন সিনেমায়।
তবে ক্যামেরার সামনে আসেনি আব্রাম। নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছে ‘দ্য লায়ন কিং’য়ের প্রিক্যুয়েলে কণ্ঠ দিয়েছে সে। ১১ বছরের আব্রামের এই বড় ব্রেকে সঙ্গে আছেন বড় ভাই আরিয়ান ও বাবা শাহরুখ।
ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ২০১৯ সালে ‘দ্য লায়ন কিং’ ছবিতে কণ্ঠ দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন শাহরুখ। এ ছবিতে ‘সিম্বা’ চরিত্রে কণ্ঠ দিয়ে নজর কেড়েছিলেন আরিয়ান। ছবিটির পরের কিস্তিতে আব্রামের কণ্ঠ শুনতে দাবি করেছিলেন অনুরাগীরা।
প্রিক্যুয়েলে আব্রামের কণ্ঠ শুনে বোঝা গেল ভক্তদের কথা গুরুত্ব সহকারে নিয়েছিলেন কিং খান। এ ছবিতে ছোট্ট মুফাসার নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন আব্রাম। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার।
আব্রামের মিষ্টি কণ্ঠে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। প্রশংসায় ভাসাচ্ছেন তারা। একজন লিখেছেন, “ওর রক্তেই তো শিল্প রয়েছে।” ‘মুফাসা: দ্য লায়ন কিং’ মুক্তি পাবে চলতি বছরের ২০ ডিসেম্বর। বড়দিন উপলক্ষে ছবিটি প্রেক্ষাগৃহে আসবে।