সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীর স্থপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর এক হামলার পর পাল্টা জবাব দেওয়া হয়েছে।
সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই হামলায় কোনো বেসামরিক নাগরিকের হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইরান সমর্থিত গোষ্ঠীটির কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা মূল্যায়ন করা হচ্ছে।
তাছাড়া সিরিয়ার ঠিক কোন এলাকায় এই হামলা চালানো হয়েছে তাও বিস্তারিত জানানো হয়নি।
সেন্ট্রাল কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেছেন, সশস্ত্র গোষ্ঠীটির সন্ত্রাসী কার্যক্রমের সক্ষমতা কমানোর পরিকল্পনা নিয়ে হামলা করা হয়েছে।
বিবৃতিতে কুরিলা বলেন, আগেই বলা হয়েছে, আমাদের সেনাদের ওপর কোনো ধরনের হামলা সহ্য করা হবে না।
এদিকে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন।
মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশে ভাষণ দেন নেতানিয়াহু। এসময় চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, উত্তর ইসরায়েলের বাসিন্দারা এখন তাদের বাড়ি ফিরে যাবেন।