সময়টা দুর্দান্ত কাটছে কিলিয়ান এমবাপ্পের। রিয়াল মাদ্রিদের হয়ে টানা পাঁচ ম্যাচে গোল করেছেন ফ্রান্সের অধিনায়ক। সব মিলিয়ে দলের হয়ে ৭ গোল ও ১ অ্যাসিস্ট করেছেন তিনি। কিন্তু ২৫ বছর বয়সী ফরোয়ার্ডের সুখের সময়ই হাজির হয়েছে ‘অসুখ’।
চোট পাওয়ায় সুখের সঙ্গে এমবাপ্পের বিচ্ছেদ ঘটতে যাচ্ছে। এক সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, কমপক্ষে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। গতকাল আলাভেসের বিপক্ষে ম্যাচে চোট পান তিনি। ম্যাচের শেষ দিকে অস্বস্তি লাগলে ৮০ মিনিটে বদলি হন তিনি।মাঠ ছাড়ার আগে ৩-২ ব্যবধানের জয়ের ম্যাচে দুর্দান্ত এক গোল করেন এমবাপ্পে।
এমবাপ্পের চোটের বিষয়ে ম্যাচ শেষে কথা বলেছেন কোচ কার্লো আনচেলত্তি। গতকাল মিগুয়েল মুনোজের (৬০৫) পর দ্বিতীয় কোচ হিসেবে রিয়ালের হয়ে ৩০০ ম্যাচের মাইলফলক গড়া ইতালিয়ান কোচ বলেছেন, ‘ম্যাচ শেষে এমবাপ্পে জানায়, সে আঘাত পেয়েছে। কোনো ধরনের সমস্যা এড়ানোর জন্যই সে বদলিতে হয়ে চেয়েছে।কিন্তু বদলি হয়েও রক্ষা পেলেন না এমবাপ্পে। বাঁ পায়ে চোট পাওয়ার বিষয়টি আজ নিশ্চিত করেছে রিয়াল। লস ব্ল্যাংকোসরা এক বিবৃতিতে লিখেছে, ‘আজ পরীক্ষা-নিরীক্ষার ফল পাওয়া গেছে। আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের বাঁ পায়ের ফেমোরাল বাইসেপে তার চোট ধরা পড়েছে।’
এমবাপ্পে কত দিনের জন্য মাঠের বাইরে থাকবেন, তা আনুষ্ঠানিকভাবে ক্লাব না জানালেও শোনা যাচ্ছে তিন সপ্তাহই লাগতে পারে।এতে করে এ সপ্তাহের ‘মাদ্রিদ ডার্বি’ মিস করবেন তিনি। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ ছাড়াও ফরাসি ফরোয়ার্ডকে চ্যাম্পিয়নস লিগে লিল এবং লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে পাবে না রিয়াল।