সুনামগঞ্জের দোয়ারাবাজার ও জামালগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে।
দোয়ারাবাজারে বজ্রপাতে নিহত ২ জন হলে পান্ডারগাও ইউনিয়নের পলিরচর গ্রামের চান মিয়ার ছেলে জালাল উদ্দীন (৩৬) ও নুরুল হকের ছেলে জাসিম উদ্দীন (৩৭) এবং জামালগঞ্জ উপজেলার কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে শরীফ মিয়া ( ৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানান—রোববার ভোরে দোয়ারাবাজর উপজেলার পান্ডারগাও ইউনিয়নে পলিচর গ্রামের জালাল উদ্দীন ও জসিম উদ্দিন দেখার হাওরে মাছ ধরতে গেলে আকস্মিক বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়। স্থানীয়রা নিহতদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে জামালগঞ্জ উপজেলার কালাগুজা গ্রামের পার্শ্ববর্তী হাওরে মাছধরতে গিয়ে ভোরে বজ্রপাতে মৃত্যু হয়েছে আরেক জেলের।
দোয়ারাবাজার বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল হক জানান ভোরে মাছ ধরতে গিয়ে হাওরে দুই জেলের মৃত্যু হয়েছে, নিহততের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।