সুন্দরবনের পূর্বাঞ্চলে আজ থেকে মধু সংগ্রহ শুরু হয়েছে, আর পশ্চিমাঞ্চলে শুরু হবে আগামী ৭ এপ্রিল।
মধু সংগ্রহ মৌসুম ১ এপ্রিল শুরু হওয়ার কথা থাকলেও ঈদ-উল-ফিতরের ছুটির কারণে আনুষ্ঠানিক উদ্বোধন বিলম্বিত হয়।
পূর্ব সুন্দরবনের বন কর্মকর্তাদের তথ্যমতে, মৌয়ালরা গতকাল সন্ধ্যায় যাত্রা শুরু করে আজ থেকে মধু সংগ্রহ শুরু করেছে।
চাঁদপাই রেঞ্জের রেঞ্জ অফিসার দীপন চন্দ্র দাস এবং শরণখোলা রেঞ্জের রানা দেব জানান, ৪ এপ্রিল পর্যন্ত তারা যথাক্রমে ৪৩টি ও ২০টি অনুমতি প্রদান করেছেন মৌয়ালদের।
তারা মৌয়ালদের আগামী কয়েক দিনের মধ্যে অনুমতি সংগ্রহের জন্য বন বিভাগের বিভিন্ন স্টেশনে আসার আহ্বান জানান।
এদিকে, খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে মধু সংগ্রহ শুরু হবে ৭ এপ্রিল থেকে। সংশ্লিষ্ট বন কর্মকর্তারা মৌয়ালদের কাছে ইতোমধ্যে কিছু অনুমতি প্রদান করেছেন এবং মৌসুম শুরু হওয়ার আগ পর্যন্ত এটি চলবে। মধু সংগ্রহের এই মৌসুম চলবে ৩১ মে পর্যন্ত।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা জিয়াউর রহমান জানান, তারা মৌয়ালদের অনুমতি প্রদান শুরু করেছেন এবং দোয়া ও আশীর্বাদ কামনার মাধ্যমে তা হস্তান্তর করেছেন।
তিনি আরও জানান, এবার ঈদের কারণে মধু সংগ্রহ মৌসুমের ঐতিহ্যবাহী উৎসবমুখর উদ্বোধন হয়নি, তবে সীমিত পরিসরে অনুমতি প্রদান করা হয়েছে।
এ বছর সরকার ১,৫০০ কুইন্টাল মধু এবং ৪০০ কুইন্টাল মোম সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে।
২০২৩-২৪ অর্থবছরে ২,৪৭০ জন মৌয়াল ৩৬৪টি পারমিট ব্যবহার করে ১,২৩৫ কুইন্টাল মধু এবং ৩৭০.৫০ কুইন্টাল মৌমাছির মোম সংগ্রহ করেছিলেন।
চাঁদপাই রেঞ্জের ধানগমারি স্টেশন থেকে পারমিট নেওয়া মৌয়াল ওহিদ মিয়া আশা প্রকাশ করেছেন, এবার গত বছরের তুলনায় বেশি মধু সংগ্রহ করতে পারবেন। তবে মৌসুম শুরুর আগেই অবৈধভাবে মধু সংগ্রহের কারণে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
তিনি বলেন, “ঈদের পর আমরা আশাবাদ নিয়ে বনে যাচ্ছি, তবে অবৈধ সংগ্রহের কারণে কাঙ্ক্ষিত পরিমাণ মধু পাব কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।”
শরণখোলা রেঞ্জের মৌয়াল মাসুম হোসেন বনদস্যুদের আশঙ্কা প্রকাশ করে বন বিভাগকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যেন সংরক্ষিত এলাকাতেও মধু সংগ্রহের অনুমতি দেওয়া হয়। তিনি বলেন, “এইসব এলাকায় যথাসময়ে মধু না তুললে অনেক মধু নষ্ট হয়ে যায়।”
বন কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এ বছরও মধু সংগ্রহ নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করবে।