এক দশক ঢালিউডে কাটিয়ে এবার পা ফেলেছেন টলিউডে। মার্চের প্রথম ভাগেই খবরটা দিয়েছিলেন পরীমণি। রহস্য-রোমাঞ্চ গল্পে ‘ফেলুবক্সী’ ছবিতে দেখা যাবে তাকে। শুটিং শেষ হলেও মুক্তি নিয়ে ছিল ধোঁয়াশা। নতুন খবর হল- সিনেমাটি মুক্তির তারিখ চূড়ান্ত করেছে প্রযোজনা সংস্থা।
সেই সঙ্গে পরীমণিও জানালেন, টালিউডে তার অভিষেক সিনেমা ‘ফেলুবক্সী’ মুক্তি পাবে আগামী ১৭ জানুয়ারি।
দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এই সিনেমায় লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। এতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী। আরও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারসহ অনেকে।
সিনেমা নিয়ে পরীমণির ভাষ্য, ‘লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, তখন মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো। সেই কারণে চরিত্রটা করছি। কতটা ভালো পেরেছি বা পারছি, সেটা ১৭ জানুয়ারি মুক্তির পর দর্শক বলবেন।