স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল ১১ টায় এ কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা রণবীর বাড়ই সজল, মেহেদী হাসান মান্না, মাহামুদুল ইসলাম সুজন, সোহান হোসেন শাওন, রেজওয়ান মোড়ল, তায়েজুল ইসলাম তাজ, মাহামুদুর রহমান রাজেস, বায়েজিদ সিনা, আহানাফ অর্পন, সাজু দাশ, শংকর কুন্ডু, ইমরান হোসেন বাবু, মোঃ গালিব হোসেন, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, সোহান সাদী, শেখ শান্ত, রুমান আহমেদ, রাহুল শাহারিয়ার, চয়ন চৌধুরি, পার্থ ঘোষ, ইমরান হোসেন, ফাহিম ফয়সাল ওপল, মৃদুল, শেখ আলামিন, রায়হান শেখ, টিটু প্রমুখ। এর আগে মহানগর অন্তর্গত আযম খান সরকারী কমার্স কলেজ ছাত্রলীগ, মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্রলীগ, সরকারী বিএল কলেজ ছাত্রলীগ একই কর্মসূচি পালন করে।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে খুলনা মহানগর ছাত্রলীগের ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ
Leave a comment
সর্বশেষ
- Advertisement -