পথে, ঘাটে, কর্মস্থলে যৌন হয়রানির শিকার হতে হয় নারীদের। উঁচু, নিচু সব স্তরের নারীদের সঙ্গেই এমনটা ঘটে থাকে। এই হয়রানির কবল থেকে রেহাই পাননি মার্কিন অভিনেত্রী প্যারিস হিলটনও। স্কুলে স্বাস্থ্য পরীক্ষার নাম করে তাকে যৌন করা হতো বলে সম্প্রতি অভিযোগ এনেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের এক আবাসিক স্কুলে পড়তেন প্যারিস হিলটন। সেখানেই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাকে। এ নিয়ে নিউইয়র্ক টাইমসে একটি লেখা লিখেছেন এই অভিনেত্রী।
ঘটনার বিস্তারিত তুলে ধরে প্যারিস লিখেছেন, ‘অনেক রাতে, সম্ভবত তিনটা কি চারটা হবে, তারা আমাকে ও অন্য মেয়েদের একটি কক্ষে নিয়ে যেত। আমাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলা হতো। যদিও সেখানে কোনো চিকিৎসক ছিল না, ছিল স্কুলের কয়েক কর্মচারী। তারা টেবিলে আমাদের শুয়ে পড়তে বলত। এরপর শরীরের স্পর্শকাতর স্থান স্পর্শ করত।’
ঘটনার ভয়াবহতা তুলে ধরে এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘জানি না তারা তখন কী করত। নিশ্চিতভাবেই তারা চিকিৎসক ছিল না। এটা ছিল ভয়ংকর এক অভিজ্ঞতা, যা অনেক দিন মাথায় ছিল। এতদিন পরে, বড় হয়ে সেই ঘটনা যখন পেছন ফিরে দেখি, মনে হয় অবশ্যই সেটা ছিল যৌন হয়রানি।’
প্যারিসের এই অভিযোগের বিপরীতে তার স্কুল থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এতে এই অভিনেত্রীর কোনো মাথাব্যাথা নেই। তিনি চিন্তিত এখনকার শিশুদের শৈশব নিয়ে। কেননা তিনি মনে করছেন যৌন হয়রানির মাধ্যমে শুধু তার শৈশব হত্যা করা হয়নি। এখনকার শিশুরাও এ ধরণের আচরণের শিকার হচ্ছে।
