চ্যাম্পিয়ন্স ট্রফির সিদ্ধান্ত এখনো ঝুলে আছে। সর্বশেষ আইসিসির বোর্ড সভায় সিদ্ধান্তে আসতে পারেনি আইসিসি, বিসিসিআই ও পিসিবি। পাকিস্তান হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে সম্মত হলেও বেশ কিছু শর্ত জুড়ে দেয়। যেসব শর্তে বিসিসিআই রাজি হয়নি।
চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ করতে আজ (বৃহস্পতিবার) আবার আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ’র সভাপতিত্বে আলোচনায় সভার কথা ছিল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় হওয়ার কথা ছিল সভাটি। সভা শেষেই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের চূড়ান্ত ঘোষণা আসবে এমন দাবি করা হয়েছিল। তবে সভাটি স্থগিত হয়েছে। ৭ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
সংবাদ মাধ্যম জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫টি ম্যাচের মধ্যে একটি সেমিফাইনাল ও ফাইনালসহ ৫টি ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে। বাকি ম্যাচগুলো হবে পাকিস্তানে।
এর আগে পাকিস্তান যে শর্তগুলো দিয়েছিল তার মধ্যে অন্যতম- ভারতের মাটিতে আইসিসি ও এসিসির টুর্নামেন্ট হলে পাকিস্তান খেলতে যাবে না। তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হতে হবে। নিরপেক্ষ ভেন্যুর চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে নিরাপত্তার ব্যবস্থা আইসিসিকে করতে হবে।
এবারও নতুন কিছু শর্ত যুক্ত করতে যাচ্ছে পিসিবি। যেমন- চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে ভারত ও পাকিস্তানের সঙ্গে অন্য একটি দল নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের গ্রুপ থেকে পাকিস্তানকে বাদ দেওয়া। যাতে পাকিস্তান গ্রুপ পর্বের সব ম্যাচ ঘরের মাঠে খেলতে পার।
তবে এই দুই শর্তে একটিতেও সায় নেই আইসিসির। তবে অন্য একটি শর্ত মানা হবে বলে জানা গেছে। সেটি হলো- নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ হওয়ার আয়োজক পিসিবি ক্ষতিপূরণ দাবি করেছে। যা দিতে সম্মত আইসিসি।