পাকিস্তানের ডানহাতি পেসার হারিস রউফ ইনজুরিতে পড়েছেন। তার জায়গায় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে ডাক পাচ্ছেন ২৪ বছর বয়সী বাঁ-হাতি পেসার আকিফ জাভেদ। এমনকি পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও থাকতে পারেন এই পেসার।
আকিফ এবার রংপুর রাইডার্সের হয়ে বিপিএল মাতিয়েছেন। বিপিএলের যৌথভাবে দ্বিতীয় সর্বাধিক ২০ উইকেট নেন তিনি। ইকোনমি ছিল ৭ রানের নিচে। বিপিএলে এলিমিনেটরে রংপুর রাইডার্সের যাত্রা শেষ হয়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে রংপুরের কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, এবারের বিপিএলের আবিষ্কার আকিফ জাভেদ। আশা করছি দ্রুতই সে পাকিস্তানের জাতীয় দলে ডাক পাবে। আশরাফুলের কথা মতোই পাকিস্তান দলে ঢুকছেন আকিফ।
বাঁ-হাতি এই পেসার ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারেন। বাউন্সের সঙ্গে দুই দিকেই বল সুইং করাতে পারেন। তার বোলিং স্টাইল খুবই আকর্ষণীয়। আকিফ প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৫২ উইকেট নিয়েছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩০ ম্যাচে ৩৩ ও টি-২০ ফরম্যাটে ৬৮ ম্যাচে ৮৪ উইকেট নিয়েছেন।