হিজাববিরোধী আন্দোলনে ফুঁসছে ইরান। রাজধানী তেহরানসহ দেশের একাধিক প্রদেশে পথে নেমে চলছে আন্দোলন। প্রতিবাদীদের ওপর গুলিও চালিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী। তাতে ভয় পাওয়া তো দূরে থাক, এতোটুকুও ক্ষোভ কমছে না ইরানির নারীদের।
বিশ্বের অনেক তারকা ইরানের নারীদের এই হিজাববিরোধী আন্দোলনে সমর্থন দিয়েছেন। সেই তালিকায় যুক্ত হলো বলিউড তারকা উর্বশী রাউতেলার নাম। এমনকি মাথার চুলও কেটে ফেলেছেন তিনি।
সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে নিজের এই পদক্ষেপের কথা জানিয়েছেন উর্বশী। ছবিতে নীল পোশাক পরে অভিনেত্রীকে নাপিতের সামনে বসে থাকতে দেখা যাচ্ছে। মাস্ক পরা নাপিত অভিনেত্রীর মাথার চুল কেটে দিচ্ছেন। মেঝেতে চুল ছড়িয়ে থাকতেও দেখা যাচ্ছে।
এমন দুটি ছবি পোস্ট করে উর্বশী লেখেন, ‘মাশা আমিনির গ্রেফতারি ও মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে ইরানের যে সমস্ত মহিলা ও মেয়েরা প্রতিবাদে সরব হয়েছেন তাদের সমর্থন জানিয়ে নিজের মাথার চুল কেটে ফেললাম। এই সিদ্ধান্তের কারণ আমাদের উত্তরাখণ্ডের ১৯ বছরের মেয়ে অঙ্কিতা ভান্ডারিও। ইরান সরকারের বিরুদ্ধে এভাবেই চুল কেটে প্রতিবাদ জানাচ্ছেন সারা বিশ্বের মহিলারা। মহিলাদের সম্মান করুন।’
এরপরই আবার নারীদের বিপ্লবের কথা স্মরণ করিয়ে অভিনেত্রী লেখেন, ‘মহিলাদের মাথার চুল তাদের সৌন্দর্যের প্রতীক হিসেবে মনে করা হয়। জনসমক্ষে তা কেটে মহিলারা জানিয়ে দিচ্ছেন তারা সমাজের এই সৌন্দর্যের মাপকাঠির তোয়াক্কা করেন না এবং তারা কাউকে নিজেদের জীবন, ব্যবহার, পোশাক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেননি। মেয়েরা সকলে মিলে যদি কোনো মেয়ের বিষয়কে সমগ্র নারী জাতির বিষয় হিসেবে এভাবে গণ্য করেন তাহলে নারীবাদের ক্ষেত্রে নতুন প্রাণশক্তির সঞ্চার হয়।’
হিজাব নিয়ে ‘নীতি পুলিশির’ জেরে গত ১৬ সেপ্টেম্বর মৃত্যু হয় উত্তর-পশ্চিম ইরানের বাসিন্দা বছর ২২ বছরের মাশা আমিনির। তার মৃত্যুর পরই ইরান জুড়ে হিজাব নিয়ে শুরু হয় আন্দোলন।


