বাংলাদেশের অনেক খেলায় ভেন্যু সংকট প্রকট। ২০১৯ সালে কাঠমান্ডু এসএ গেমসে স্বর্ণ জেতা ফেন্সিং ডিসিপ্লিনেরও নেই নিজস্ব কোনো ভেন্যু। বিগত সময়ে মিরপুর ইনডোর স্টেডিয়ামে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করলেও এবার করেছে হ্যান্ডবল স্টেডিয়ামে। সাম্প্রতিক সময়ে হ্যান্ডবল স্টেডিয়াম অনেক খেলার বিকল্প ভেন্যু হিসেবে ব্যবহার হচ্ছে।
হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে চারদিন ব্যাপী জাতীয় ফেন্সিং চ্যাম্পিয়নশিপ। এতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। ৬টি স্বর্ণ ও রুপা এবং ৩টি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয় তারা। চারটি স্বর্ণ, দুটি রুপা ও আটটি ব্রোঞ্জ জিতে রানার্সআপ নৌবাহিনী। বাংলাদেশের ফেন্সিংয়ের প্রতীক ফাতেমা মুজিব। তিনি ২০১৯ সালে এসএ গেমসে স্বর্ণ জেতেন। ২০২২ সালে ইসলামিক সলিডারিটি গেমসেও বাংলাদেশের পতাকা বহন করেছেন তিনি। তারকা এই ফেন্সার জাতীয় চ্যাম্পিয়নশিপে আনসারের হয়েও সেরা হয়েছেন।
ফেন্সিং তলোয়ার নির্ভর খেলা। আন্তর্জাতিক পর্যায়ে সম্ভাবনাময় খেলায় বাংলাদেশের অংশগ্রহণ নেই প্রায় বছর দেড়েক। অ্যাফিলিয়েশন ফি বকেয়া এবং আরও কিছু বিষয়ের জন্য বেশ কিছুদিন যাবৎ আন্তর্জাতিক ফেন্সিংয়ে বাংলাদেশ প্রতিনিধিত্ব করতে পারছে না।