নতুন কাঠামোয় চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়েছে গতকাল রাত থেকে। প্রথম দিনেই মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় এদিন হ্যারি কেইনদের প্রতিপক্ষ ছিল দিনামো জাগরেব। ম্যাচের প্রথমার্ধেই তিন গোল দিয়েছিল স্বাগতিকরা, তবে দ্বিতীয়ার্ধের শুরুতে পাল্টা দুই গোল করে জমিয়ে তুলেছিল জাগরেব। তবে এরপর যা হয়েছে তা রীতিমত অবশ্বাস্য। প্রতিপক্ষের জালে আরও ৬ গোল দিয়ে ইতিহাস গড়েছে বায়ার্ন, রেকর্ড গার এই ম্যাচে ৪ গোল করেছেন কেইন।
ঘরের মাঠে জাগরেবের বিপক্ষে এই ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বায়ার্ন। ১৬ মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা। তবে প্রথম গোলটি এসেছে পেনাল্টি থেকে। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন কেইন। এরপর ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল গেরেইরা, এর মিনিট পাঁচেক পর বায়ার্নের হয়ে তৃতীয় গোলটি করেন মিচেল ওলিসে।
তিন গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে বায়ার্ন। তবে বিরতির পর খেলতে নেমেই দুই গোল শোধ দিয়ে বসে জাগ্রেব। ম্যাচের ৪৮ ও ৫০ মিনিটে ২ গোল করে ম্যাচে সমতায় ফেরার আভাস দেয় দলটি। তবে তা আর হয়ে ওঠেনি, উল্টো সাক্ষী হতে হয়েছে লজ্জার হারের।
ম্যাচের ৫৭ মিনিটে কেইন ফের জালের দেখা পান। এরপর ম্যাচের ৭৩ এবং ৭৮ মিনিটে পেনাল্টি থেকে আরও দুই গোল করেন ইংলিশ এই তারকা। এর আগে ৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ওলিসে।
গোলবন্যার দিনে এদিন বায়ার্নের হয়ে জালের দেখা পেয়েছেন লেরয় সানে, তিনি ৮৫ মিনিটে গোল করেন। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জাগরেবের জালে শেষ গোলটি করেন লিয়ন গোরেতস্কা।
গোল উৎসবের এই ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা করার পাশাপাশি দারুণ এক রেকর্ডও গড়েছে বায়ার্ন। এর আগে ইউরোপিয়ান এই প্রতিযোগীতায় কখনোই কোনো দল ৯ গোল করতে পারেনি। এই ম্যাচে হওয়া ১১ গোল চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড।