খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী আজ শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনের পূর্ব পাশের প্রবেশদ্বার উন্মোচন করেন। প্রবেশদ্বার উন্মোচন শেষে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন ‘১৯৭৫ সালের পরে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
মতবিনিময় কালে তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নের্তৃত্বে দেশ উন্নয়নের সঠিক পথে চলছে। দেশের উন্নয়নের চিত্র সাধারণের সামনে তুলে ধরতে সংবাদ মাধ্যম বিশেষ ভূমিকা পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় আগামীতে খুলনার উন্নয়নে সাংবাদিকদের লেখনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
খুলনা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। এ সময়ে বক্তৃতা করেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে হিরু, ক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, সাবেক সভাপতি এস এম হাবিব, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা ও মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ বিমল সাহা, সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি ও মাহবুবুর রহমান মুন্না, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম, মোঃ আনিসউদ্দিন ও সোহেল মাহমুদ, সদস্য মোঃ হুমায়ুন কবীর, মোঃ আনোয়ার হোসেন, রকিব উদ্দিন পান্নুু, এস এম কামাল হোসেন, ওয়াহেদ-উজ-জামান বুলু, আনোয়ারুল ইসলাম কাজল, আসাদুজ্জামান খান রিয়াজ, দেবব্রত রায়, সুনীল কুমার দাস, শেখ কামরুল আহসান,, বাপ্পী খান, হারুন-অর-রশীদ,আবুল হাসান হিমালয়, মোঃ আব্দুল হালিম, শেখ ইলিয়াস আহমেদ, অধ্যক্ষ ফ ম সালাম, আব্দুল মালেক, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, মোঃ মাছুম বিল্লাহ, শেখ আল এহসান, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন মুকুল, মোঃ মোতালেব হোসেন, নোমান ওসমান রিচি, সামসুল আলম বাবুসহ ক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।
এর আগে প্রধান অতিথি এমপি আব্দুস সালাম মুর্শেদী খুলনা প্রেসক্লাব কর্তৃক নির্মাণাধীন ব্যাংকুয়েট হল পরিদর্শন করেন। মতবিনিময় সভার শুরুতে ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া লিয়াকত আলী মিলনায়তনের পূর্ব পাশের প্রবেশদ্বার উন্মোচনকালে দোয়া পরিচালনা করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ।