শুরুতেই সাজঘরে ফিরেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। ব্যক্তিগত ১ রানে লুঙ্গি এনগিডি’র বলে ক্যাচে আউট হন তামিম। আর ছয় বল খেলে কোনো রান যোগ করার আগেই সাকিব আল হাসান কাগিসো রাবাদা’র বলে ক্যাচ আউট হন।
এলবিডব্লু হলেন মুশফিক। ফলে ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।
এর আগে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে সাউথ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
এদিন সিরিজ জয়ের আশায় কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নামে বাংলাদেশ দল। তবে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ চার ওভারে ৮ রান।
পি এস/ এন আই
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত