বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেয়েছেন ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ১৬২ জন প্রার্থী। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পর গোয়েন্দা প্রতিবেদনে নেতিবাচক মন্তব্যের কারণে বাদ পড়া প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নিয়োগ দেওয়া হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে মঙ্গলবার (২০ মে) এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
নিয়োগ আদেশে নিয়োগপ্রাপ্তদের আগামী ১ জুনের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
পিএসসির সুপারিশের প্রায় ১০ মাস পর গত বছরের ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে দুই হাজার ৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে পিএসসি এ বিসিএসে ২ হাজার ১৬৩ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছিল।
পরে ৩০ ডিসেম্বর আগের নিয়োগ বাতিল করে নতুন করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮৯৬ জন নিয়োগ পান।
নিয়োগবঞ্চিত প্রার্থীরা আন্দোলনে নামেন। তখন জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, গোয়েন্দা সংস্থার সুপারিশের ভিত্তিতে ৪৩তম বিসিএসে ২২৭ জনকে গেজেটভুক্ত করা হয়নি।
নিয়োগের জন্য অনুপযুক্ত ২২৭ জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে। পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ সবার জন্য উন্মুক্ত আছে বলেও ওই সময় বিজ্ঞপ্তিতে জানিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে প্রার্থীরা আবেদন করেন।
নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন