বিশ্বের বিভিন্ন দেশে চালু হয়েছে পঞ্চম প্রজন্মের টেলিকম নেটওয়ার্ক ৫জি। আর তাইতো হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিত্যনতুন ৫জি এনাবল হ্যান্ডসেট আনছে। পিছিয়ে নেই অ্যাপলও। তাদের বেশ কয়েকটি আইফোনে ৫জি সাপোর্ট করে। জানুন কোন আইফোনে আগামী প্রজন্মের এই নেটওয়ার্ক মিলবে। চালু করার উপায়ও জানুন।
যেসব মডেলের আইফোনে ৫জি সাপোর্ট করে
আইফোনে ৫জি চালুর উপায়
নির্দিষ্ট আইফোন মডেলগুলিতে ৫জি সাপোর্টের জন্য আইওএস ১৬.২ আপডেট ডাউনলোড করতে হবে। আইফোনে সেটিংস চালু করে জেনারেল সিলেক্ট করে সফটওয়্যার আপডেট সিলেক্ট করুন।
আইওএস ১৬.২ ইনস্টল শেষ হলে পুনরায় সেটিংস ওপেন করুন।
এবার মোবাইল ডাটা চালু করে মোবাইল ডাটা অপশন সিলেক্ট করুন।এবার ভয়েস অ্যান্ড ডাটা অপশন সিলেক্ট করুন। এখানে ৫জি অটো এবং ৫জি অন অপশনের মধ্যে যেকোনও একটি বেছে নিন। যদিও ৫জি অন অপশন এনেবেল করলে তুলনামূলক বেশি ব্যাটারি খরচ হতে পারে।
এরপর ব্যাক সিলেক্ট করে ডাটা মোড অপশন বেছে নিন। এখানে অ্যালাউ মোর ডাটা অন ৫জি অপশন সিলেক্ট করুন। এই অপশন এনেবেল করলে ওয়াইফাইয়ের বদলে ৫জির মাধ্যমে হাই স্পিড ডাউনলোড ও ব্যাক আপ পাবেন।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত