বিলুপ্ত ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক সৈয়দ আতাউল কবির বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করেন।এজাহারে বলা হয়, ফারমার্স ব্যাংকের জামালপুরের বকশীগঞ্জ শাখা থেকে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ৮ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাৎ করা হয়। এ ক্ষেত্রে আসামিরা অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করে অপরাধজনক লেনদেন ঘটিয়েছেন। তারা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করে মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২), ৪(৩) ধারা লঙ্ঘন করেছেন, যা শাস্তিযোগ্য অপরাধ।
মামলার অন্য ৬ আসামি হলেন– ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর (বাবুল চিশতী) ছেলে আরসিএল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের মালিক রাশেদুল হক চিশতী, বকশীগঞ্জ উপজেলার ধানুয়া পূর্বপাড়ার মোহাম্মদ ফারুক, বকশীগঞ্জের বাট্টাজোড় নতুন বাজারের মো. হিরন রহমান, ঢাকার তেজগাঁওয়ের শাহীনবাগের মো. ইব্রাহিম খান, ব্যাংকের সাবেক শাখাপ্রধান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মো. মাসুদুর রহমান খান এবং সাবেক সহকারী কর্মকর্তা মো. ফখরুজ্জামান।
দুদকের অনুসন্ধান থেকে জানা যায়, ২০১৭ সালের ৯ এপ্রিল ১৬টি স্থায়ী আমানত নগদায়ন করে ৮ কোটি ৫ লাখ টাকা এবং আরও দুটি স্থায়ী আমানতের একটি ২০১৬ সালের ৪ নভেম্বর নগদায়ন করে ১৫ লাখ টাকা ও আরেকটি ২০১৬ সালের ১১ জুলাই নগদায়ন করে ৬৬ লাখ টাকাসহ মোট ৮ কোটি ৮৬ লাখ টাকা (সুদ ব্যতীত) উত্তোলন করা হয়। ওই ১৮টি স্থায়ী আমানত ব্যাংকের শাখা ব্যবস্থাপক এম মাসুদুর রহমান খান এবং কর্মকর্তা মো. ফকরুজ্জামানের স্বাক্ষরে নগদায়ন করা হয়।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত