অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড ও স্বদেশী প্রবথ জয়সুরিয়াকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কামিন্দু মেন্ডিস। সোমবার ১৪ অক্টোবর বিকেলে সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণা করে আইসিসি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন তিনি। এর আগে মার্চে আরও একবার জিতেছিলেন। সেপ্টেম্বরের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট।
২৬ বছর বয়সী কামিন্দু গত মাসে চার টেস্টে ৯০.২০ গড়ে ৪৫১ রান করেছেন। তার মাস শুরু হয় ইংল্যান্ডে ৭৪ এবং ৬৪ রানের দুটি ইনিংস দিয়ে। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে রানের ফুলঝুরি ছুটিয়েছেন।
গলে প্রথম টেস্টে কঠিন পিচে ১১৪ রানের লড়াকু এক ইনিংস খেলেন কামিন্দু। দ্বিতীয় টেস্টে খেলে বসেন ক্যারিয়ারসেরা ১৮২ রানের ইনিংস। ওই টেস্টে ইনিংস ব্যবধানে জেতে শ্রীলঙ্কা। এছাড়াও ক্যারিয়ারের প্রথম আট টেস্টের সবকটিতে কমপক্ষে একটি ফিফটি হাঁকানো প্রথম ব্যাটার কামিন্দু। একইসঙ্গে ৭৫ বছরের ইতিহাসে টেস্টে দ্রুততম ১ হাজার রানের মাইলফলকও গড়েছেন তিনি।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত