ধর্ষণের শিকার মাগুরার শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত বাবা ফেরদৌসের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেরদৌসের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামকে নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৮ মার্চ) ডা. রফিকুল ইসলাম নিজ তত্ত্বাবধানে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে আছিয়ার বাবার ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা করেন।
গত ৫ মার্চ বোনের বাড়িতে গিয়ে বোনের শ্বশুর শিশুটিকে ধর্ষণ করে। পরদিন অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আনা হয়। ৮ মার্চ অবস্থার উন্নতি না হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে ১৩ মার্চ দুপুরে মারা যান আছিয়া।
শিশুটির চিকিৎসার শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি চিকিৎসা প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করেন এবং তার প্রেরিত স্বাস্থ্যসেবা সেলের সমন্বয়ক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম ও তার টিম সব ধরনের সহযোগিতা করেন আছিয়া ও তার পরিবারকে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এই ঘটনার শুরু থেকেই আছিয়ার পরিবারের সাথে ছিলেন ও তাদের যাবতীয় সহযোগিতা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে।
আদরের সন্তান আছিয়ার এমন মৃত্যু মেনে নিতে পারেননি তার বাবা। এজন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি।
বিষয়টি নজরে এলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাৎক্ষণিক দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামকে চিকিৎসা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত