যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট নির্মাতার বিরুদ্ধে মামলা করেছেন মেগান গার্সিয়া নামে এক মা। গত ফেব্রুয়ারিতে মেগানের ১৪ বছরের ছেলে সেওয়েল সেটজার আত্মহত্যার ঘটনায় তিনি মামলাটি করেছেন। মামলায় অভিযুক্ত ক্যারেক্টার.এআই। মঙ্গলবার ফ্লোরিডার অরল্যান্ডোয় মামলাটি করা হয়েছে। ওই মায়ের অভিযোগ, চ্যাটবটের কাছ থেকে উৎসাহ পেয়েই তার কিশোর ছেলে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। খবর আল-জাজিরা
মেগানের অভিযোগ, তার ছেলে সেওয়েল ‘গেম অব থ্রোনসের’ একটি চরিত্রের ওপর ভিত্তি করে ক্যারেক্টার.এআইয়ের চ্যাটবটের সঙ্গে ভার্চ্যুয়াল সম্পর্ক গড়ে তুলেছিল। আর এটাই ছেলেকে আত্মহত্যার দিকে প্ররোচিত করেছে।
মামলার নথিতে বলা হয়, চরম যৌন তাড়না ও ভয়ংকর বাস্তবসম্মত অভিজ্ঞতা উপস্থাপন করে তার ছেলেকে লক্ষ্যবস্তু বানানো হয়েছিল। ওর সামনে বারবার আত্মহত্যার বিষয়টি উত্থাপন করা হতো যার ফলে ছেলেটির মাথায় আত্মহত্যার চিন্তা আসে।
এই মামলায় আসামির তালিকায় বিশ্বের অন্যতম বৃহত্তম প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগলের নামও রয়েছে। এ বিষয়ে গুগলের মুখপাত্র আল-জাজিরাকে বলেন, ক্যারেক্টার.এআই একটি পৃথক প্রতিষ্ঠান। তাদের পণ্যের সঙ্গে গুগলের কোনো যোগসূত্র নেই।
এক্স পোস্টে দেওয়া বিবৃতিতে ক্যারেক্টার.এআই বলছে, ব্যবহারকারীদের একজনকে চিরতরে হারানোয় হৃদয় ‘ভেঙে’ যাচ্ছে। পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানানো হয়েছে।
মেগানের পক্ষ থেকে করা মামলায় মৃত্যু ও ইচ্ছাকৃত মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য অনির্দিষ্ট ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত