বছর খানেক আগেও ওয়ানডেতে অন্যতম সেরা দল ছিল বাংলাদেশ। তবে সম্প্রতি নিজেদের পছন্দের এই ফরম্যাটে ভালো করতে পারছে না টাইগাররা, এমনকি জিততেও ভুলে গেছে দল। টানা হারে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।
বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে অনেক গণমাধ্যমই গুঞ্জন ছড়িয়েছে যে, চলমান আফগানিস্তান ও আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারলেই বাংলাদেশের কোয়ালিফায়ার খেলতে হবে! তবে এসব খবর ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে র্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকলে সরাসরি সুযোগ পাবে সেরা ৯ দল। সেক্ষেত্রে বাংলাদেশকে থাকতে হবে নবম দলের মধ্যে। তবে বাংলাদেশ দলের লেগ স্পিনার রিশাদ হোসেনের বিশ্বাস সরাসরি বিশ্বকাপ খেলবে দল। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের আগে আজ তিনি বলেন, 'সবার ১০০% বিশ্বাস আছে আমরা সরাসরি বিশ্বকাপে খেলব ইন শা আল্লাহ।'
পরে ওয়ানডেতে খারাপ সময় যাওয়া নিয়ে রিশাদ বলেন, 'খারাপ সময় যাচ্ছে সবাই সবার দিক থেকে ১১০% দিচ্ছে আশা করছি এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আসবো।' সিনিয়ররা না থাকা নিয়ে রিশাদ বলেন, 'আসলে এটা (সিনিয়রদের অভাব) নিয়ে সে রকম কিছু বলার নেই একটা নিউ জার্নিতে যাচ্ছি এই সময়ে একটু সবার সাপোর্ট বা বিশ্বাস থাকলে বেটার কিছু করব ইন শা আল্লাহ।'
পরে দলের সব বিভাগ নিয়ে নিয়ে রিশাদ বলেন, 'আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যেদিন ক্লিক করবে একসাথে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কেউ আমাদের সঙ্গে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের সবার প্ল্যান এখন শেষ ম্যাচ জিতে দেশে ফিরে পরে সিরিজ কিভাবে ভালো করা যায়।'
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত